নাইক্ষ্যংছড়িতে দিবালোকে ডাকাতের কবলে দুই পুলিশ সদস্য, এক ডাকাত গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রকাশ্য দিবালোকে ডাকাতের কবলে পড়েছে দুই পুলিশ সদস্য। এ সময় পুলিশের গুলিতে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হলেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ঈদগড়-বাইশারি সড়কে এ ঘটনা ঘটে।

বাইশারি তদন্ত কেন্দ্রের এএসআই ফারুক আহমদ জানান, পেটের ব্যথায় আক্রান্ত হয়ে তদন্তকেন্দ্রের ইনচার্য এসআই আনিসুর রহমান এক সহকর্মীর মোটরসাইকেলে করে কক্সবাজারের রামুর উদ্দেশে যাত্রা করেন। সকাল ১১টার দিকে ঈদগড় ঢালা পয়েন্টে পৌঁছালে ৭-৮ জনের একদল ডাকাত তাদের গতিরোধ করে। এ সময় আত্মরক্ষার্থে এসআই আনিসুর রহমান ডাকাতদলকে লক্ষ্য করে দু‌ই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হন। এ সময় অন্য সদস্যরা গুলিবিদ্ধ ওই ডাকাতকে টেনেহিঁচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়।

এসআই আনিসুর রহমান জানান, গুলিবিদ্ধ ডাকাতকে যেকোনো মূল্যে আটক করা হবে। তিনি বলেন, ওই ঘটনার পরপরই আশপাশের সকল থানা ও পুলিশ পয়েন্টে খবর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলার রাবার শিল্প এলাকা বাইশারিতে যাওয়ার একমাত্র পথ ঈদগড়-বাইশারি সড়কটি ডাকাতদলের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রসমুহের হিসেব মতে, গত তিন বছরে ওই সড়কে অন্তত ২৬টি ডাকাতির ঘটনা ঘটেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন