নাইক্ষ্যংছড়িতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ওপেন হাউস ডে’র আয়োজন করা হয়।

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার(২৯ জানুয়ারি) সকাল দশটার সময় নাইক্ষ্যংছড়ি থানা প্রাঙ্গন থেকে এক বিশাল র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নাইক্ষংছড়ি বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের পরিচালানায় কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, জেলা পরিষদ সদস্য কেন ওয়ান চাক, ইউপি চেয়ারম্যান তসলিম  ইকবাল চৌধুরী, ওসি তদন্ত জায়েদ নুর। আ’লীগ সাধারণ সম্পাদক ইমরান মেম্বার  নাইক্ষংছড়ি প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, কমিউনিং পুলিশ সভাপতি তারেক রহমান, যুবলীগ নেতা খায়রু প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবর সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া আলোচনা সভায় পুলিশ , জনতা ও কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন