নাইক্ষ্যংছড়িতে ৩১ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে। শনিবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক জনপথ , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সড়ক উন্নয়ন, পানি শোধনাগার নির্মান প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউটসহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্যমন্ত্রী।

এ সময় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের (ভা.) সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, জেলা পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বাহাদুর লামা সার্কেল আনোয়ার হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার ও বান্দরবান জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু তাহের কোম্পানি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ টান্টু সাহা, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, উপজেলা আওয়ামী লীগের নেতা ডা. সিরাজুল হকসহ আরও অনেকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, পার্বত্যমন্ত্রী, প্রকল্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন