নারী পাচারের দায়ে কক্সবাজারে ভারতীয় ২ নারী আটক

Coxs Rab (1) copy

আবদুল্লাহ নয়ন:
কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংক রোড় এলাকা থেকে নারী পাচারের চেষ্টাকালে ভারতের ২ নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কবল থেকে ২ নারীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর আহমদ হোসেন মহিউদ্দিন জানিয়েছেন, রবিবার বেলা সাড়ে ৪ টায় কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংক রোড় এলাকা থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার ২ নারীকে উদ্ধার করা হয়। এদের পাচারের চেষ্টার দায়ের ভারতের দিল্লীর হরিরামপুরের মৃত অনিল মোহন্তের স্ত্রী লক্ষি মোহন্ত (৬০) ও দিল্লীর শক্করপুরের অতুল হালদারের কন্যা পূজা হালদার (১৮) কে আটক করা হয়।

উদ্ধার উখিয়ার কুতুপালং এলাকার রাশেদা (২৮) ও জেসমিন (২০) জানিয়েছেন, ভারতে ভাল বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক ভারতের ২ নারী জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, দিল্লীর লক্ষীনগরের একটি পতিতালয়ে এসব নারীদের বিক্রির জন্য তারা নিয়ে যাচ্ছিল। এর আগেও একই ভাবে আরো অনেক নারীকে তারা নিয়ে গেছে।

এব্যাপারে মামলা করে ভারতের ২ নারীকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন