নির্বাচনী প্রচারণায় ‘সমর্থক’ অ্যাপ

fec-image

নির্বাচনী প্রচারণার সংস্কৃতির ডিজিটালাইজেশনে ‘সমর্থক’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে বিডিইএমআর নামে দেশের একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। পোস্টার ও পেশিশক্তির প্রভাব কমিয়ে অ্যাপটি দেশের নির্বাচনী প্রচারণার সংস্কৃতিতে মৌলিক রূপান্তর ঘটাবে বলে মনে করেন এর নির্মাতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় অ্যাপটিকে জনপ্রিয় করতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি

‘যেকোনো নির্বাচনে পোস্টার যাক নির্বাসনে, প্রচারণা চলুক অ্যাপসে’ স্লোগান নিয়ে গত বছরের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গুগল প্লে স্টোরে আপলোড করা হয় ‘সমর্থক’ অ্যাপ ৷ বিডিইএমআরের আটজন ডেভেলপার অ্যাপটি তৈরি করেছেন

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিডিইএমআরের পক্ষ থেকে বিতরণ করা লিফলেটে সমর্থক অ্যাপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। যেকোনো নির্বাচনের প্রার্থীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য, ছবি, ব্যানার, স্লোগান ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে শেয়ার করতে পারবেন নিজেদের কর্মসূচি, বক্তব্য, ভাবনা সবই। ভোটাররা অ্যাপ ডাউনলোড করে কাঙ্ক্ষিত নির্বাচনের তথ্য চাইলে তা পাবেন৷

বিডিইএমআরের ব্যবস্থাপনা পরিচালক সুবীর বর্ধন মুন প্রথম আলোকে বলেন, দেশের নির্বাচনী প্রচারণার সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার চিন্তা থেকেই আমরা এই অ্যাপটি তৈরি করেছি। অ্যাপটি প্রার্থী ও ভোটারদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ভোটাররা সহজেই প্রার্থীর ভাবনা-বক্তব্য জানতে পারবেন, ভোটাররা নির্বাচন সম্পর্কে খুব সহজেই একটা সার্বিক ধারণা পাবেন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন