‘নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকেই দায়ভার নিতে হবে’

fec-image

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকেই তার দায়ভার নিতে হবে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অবহিত করা হয় বলে জানান।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নিবন্ধিত ৪০ দলের মধ্যে ২৬ দল অংশ নিয়েছে। বাকি দলগুলোকে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছে।

এর আগে সকাল ১১টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, তিন পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ডিজিএফআই এর কর্নেল জিএস, অধিনায়ক র্যাব ৭, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং এনএসআই এর যুগ্ম পরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্তারা অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বিশৃঙ্খলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন