পঞ্চম তারাবির আজকের বিষয়বস্তু: ১০ কাজ না করার আদেশ

fec-image

আজ নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সার কথা।

খতমে তারাবিহতে পবিত্র কোরআনের সপ্তম পারা এবং অষ্টম পারার প্রথমার্ধ; মোট দেড় পারা তিলাওয়াত করা হবে। সুরা মায়িদার ৮৩ থেকে সুরা আরাফের ১১ নম্বর আয়াত পর্যন্ত। সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরা হলো—

সূরা মায়িদা, আয়াত : ৮৩-১২০ ,এ অংশের বিষয়বস্তু :
*বিশ্বাসীদের জন্য কতিপয় গুরুত্বপূর্ণ বিধান।
*ঈসা (আ.) রিসালাত,
*মুজিজা
* দাওয়াত।

সুরা আনআম, আয়াত : ১-১৬৫, এ অংশের বিষয়বস্তু :
*তাওহিদ
*নবী রাসুলের কাজ
*কোরআন ও আখিরাতের সত্যতার পক্ষে যুক্তি ও প্রমাণ
* ইবরাহিম (আ.) শিরক থেকে মুক্ত হলেন এবং দৃঢ় বিশ্বাসীদের একজন হলেন। নবীদের পথ সৎ পথে পরিচালিত করেন।
*আল্লাহর কিতাবের প্রতি অবিশ্বাসী ও সন্দেহ পোষণকারীদের জন্য সতর্কবার্তা।
* মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। অহির অনুসরণ করার নির্দেশ।
* খাবার নিয়ে কিছু বিধান।
হালাল খাবার গ্রহণে ইমান সতেজ হয়
আজকের তারাবিহর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল খাবার গ্রহণের নির্দেশনা। এ নির্দেশনা আজকের তিলাওয়াতে ছয়বার পড়া হবে। হালাল খাবার গ্রহণ আর হারাম খাবার বর্জন ইসলামের নির্দেশ। যদি কেউ হালাল খাবারকে হারাম বিশ্বাস করে, তার ইমান থাকবে না। আর যদি কেউ হালাল খাবার বর্জনের শপথ করে, তার জন্য শপথ ভেঙে সে খাবার খাওয়া ওয়াজিব। তবে শপথ ভাঙার কাফফারা দিতে হবে।

*আল্লাহ কাদেরকে সঠিক পথ দেখান।
*জিন ও মানুষের প্রতি তওহিদের যুক্তি। শিরক।
* হারাম বিষয়সমূহের বিবরণ।
*কোরআন অনুসরণ করার আহ্বান
*প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের পরিণতি।
* ভালো কাজের সুফল, সিরাতুল মুস্তাকিমের পরিচয়।
১০ পাপকাজ থেকে বিরত থাকার আদেশ
সুরা আনআমের ১৫১ থেকে ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ মানুষকে ১০টি কাজ থেকে বিরত থাকার আদেশ করেছেন। যথা—
১. আল্লাহর সঙ্গে শিরক
২. মা-বাবার সঙ্গে অসদ্ব্যবহার
৩. দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা
৪. অশ্লীল কাজ
৫. কাউকে অন্যায়ভাবে হত্যা করা
৬. এতিমের সম্পদ আত্মসাৎ করা
৭. ওজনে কম দেওয়া
৮. সাক্ষ্য ও বিচারকাজে অন্যায়/অবিচার করা
৯. আল্লাহর সঙ্গে কৃত ইমানের ওয়াদা পূর্ণ না করা
১০. আল্লাহর দেখানো পথ ছেড়ে ভিন্ন পথ বেছে নেওয়া

সুরা আরাফ, আয়াত : ১-১১, এ অংশের বিষয়বস্তু :
* যারা আল্লাহর রাসুলদের অনুসরণ করেনি তারা ধ্বংস হয়েছে।
*মানুষের সঙ্গে ইবলিসের দ্বন্দ্ব ও শত্রুতার ইতিহাস।

বিষয়বস্তুর বিশদ আলোচনা বিভিন্ন তাফসির গ্রন্থে বিদ্যমান।

আর এই রমজানে প্রতি তারাবিতে তিলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তুর সারকথা ধারাবাহিকভাবে থাকছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন