পাকিস্তানকে ৫ ইউকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

12784726_10207836877815161_1907537316_n

পার্বত্যনিউজ ডেস্ক :

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানকে গুঁড়িয়ে ২০১২’র পর দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। সৌম্য সরকারের ৪৮ রানের পর মাহমুদউল্লাহ-মাশরাফির সময় উপযোগী ইনিংসে ওপর ভর করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম ইকবাল। স্কোর বোর্ডে ১৩ রান যোগ মোহাম্মদ ইরফানের শিকার হন তিনি। ৩৩ রান বাদে সাব্বির রহমানকে ফিরিয়ে পাকিস্তানকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন শহীদ আফ্রিদি।

12788151_10207836877775160_1374005567_n

সাকিব আল হাসানের (১৩ বলে ৮) বিদায়ে বিপদে বাংলাদেশ। মোহাম্মদ আমিরের বলে জায়গা করে নিয়ে খেলতে চেয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বল তার ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে স্টাম্পে। হতাশায় বাংলাদেশের সহ-অধিনায়ক বাড়ি মেরে বসেন স্টাম্পে!

দলকে ভালো অবস্থানে পৌঁছে দিয়ে ফিরে গেলেন সৌম্য সরকার (৪৮ বলে ৪৮)। মোহাম্মদ আমিরের অসাধারণ এক ইয়র্কার ঠেকাতে না পেরে বোল্ড হন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

এর আগে ইনিংস জুড়ে দুর্দান্ত বোলিং করলেও শেষ দিকে থানিকটা খেই হারালেন বাংলাদেশের বোলাররা। বাজে শুরুর পরও সরফরাজ আহমেদ ও শোয়েব মালিকের ব্যাটে লড়ার মত স্কোর গড়তে পেরেছে পাকিস্তান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলেছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১২৯/৭ (মনজুর ১, শারজিল ১০, হাফিজ ২, সরফরাজ ৫৮, আমল ৪, মালিক ৪১, আফ্রিদি ০, আনোয়ার ১৩; আল আমিন ৩/২৫, আরাফাত ২/৩৫, তাসকিন ১/১৪, মাশরাফি ১/২৯)

বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৩১/৫ (তামিম ৭, সৌম্য ৪৮, সাব্বির ১৪, মুশফিক ১২, সাকিব ৮, মাহমুদউল্লাহ ২২*, মাশরাফি ১২*; আমির ২/২৬, মালিক ১/৩, আফ্রিদি ১/২০, ইরফান ১/২৩)

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন