পাকিস্তানের সিন্ধু প্রদেশ আবারও ভারতের অংশ হতে পারে: রাজনাথ সিং

fec-image

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,  বর্তমানে সিন্ধু প্রদেশ ভারতের অংশ না হলেও, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে এটি একসময় ভারতেরই অংশ ছিল। সীমান্তের পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানের সিন্ধু প্রদেশ অংশ একদিন ভারতের অংশ হয়ে আবার ফিরে আসতে পারে।

রবিবার ( ২৩ নভেম্বর ) এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

১৯৪৭ সালে দেশভাগের পর সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল সিন্ধু প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সেই অঞ্চলে বসবাসকারী অনেক হিন্দু তখন ভারতে চলে যায়।

রাজনাথ সিং বলেন, ওই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ করে এল কে আদবানির মতো নেতাদের প্রজন্ম কোনোদিনই সিন্ধুকে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া মেনে নেয়নি।

রাজনাথ সিং তাঁর বক্তব্যে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানির প্রসঙ্গ টেনে বলেন, এল কে আদবানি তার একটি বইয়ে লিখেছেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের মানুষরা, এখনও সিন্ধুর বিচ্ছিন্নতাকে মেনে নিতে পারেননি। শুধু সিন্ধু অঞ্চলের নয়, গোটা ভারতেই হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন।

তিনি আরও বলেন, এখন সিন্ধুর ভূমি ভারতের অংশ নয়। তবে সভ্যতাগত দিক থেকে সিন্ধু সবসময়ই ভারতেরই অংশ। আর ভূমির প্রশ্নে সীমান্ত বদলাতেও পারে। ইন্দুস নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষরা সবসময়ই ভারতের মানুষ। তারা যেখানে থাকুন, তারা ভারতেরই।

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে ভারতকে কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে হবে না বলেও মনে করেন রাজনাথ সিং। গত ২২ সেপ্টেম্বর মরক্কোয় এক আলোচনায় তিনি বলেন, কাশ্মীরের জনগণ নিজেরাই দখলদারদের হাত থেকে মুক্তি চাইছে। সেখানে দাবি-দাওয়া উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ একসময় ছিল ভারতের সিন্ধি জনগোষ্ঠীর (ইন্দো-আর্য জাতিগোষ্ঠী) আদি নিবাস। এখানেই গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা, যা ভারতীয় ইতিহাসের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।

সূত্র: এনডিটিভিইন্ডিয়া টুডে

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, ভারত, রাজনাথ সিং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন