পানছড়িতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 পানছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়ি উপজেলায় আইন-শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে বুধবার সকাল ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক।

এ সময় উম্মুক্ত আলোচনায় উপজেলার বিভিন্ন সমস্যাদির তথ্যাদি উঠে আসে। ইভটিজিং, জঙ্গিবাদ-সন্ত্রসাবাদ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট, ফলমালিন, ওজনে কম দেয়া. মাদক ও ভেজাল বিরোধী অভিযান নিয়ে বিষদ আলোচনা হয়। এসব বিষয়ের প্রতি সবাইকে সজাগ থেকে আইন-শৃংখলা বাহিনীকে সহায়তা দেয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকলের সহযোগিতা নিয়েই এই উপজেলার উন্নয়ন করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: মো: আ: জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ২০ বিজিবি লোগাং জোন প্রতিনিধি সুবেদার জুলহাস, ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, সমর বিকাশ চাকমা ও সুব্রত চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন