পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

DURNITI PIC

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দুর্নীতি বিরোধী দিবস’১৫। পানছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”।

এ উপলক্ষে বুধবার সকাল দশটা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে একটি দুর্নীতি বিরোধী মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পানছড়ি বাজার এলাকা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা স্কোয়ারে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক ডা: সৈয়দ আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। র‌্যালী পরবর্তী আলোচনায় দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরা হয়।

পানছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর চাকমা। এতে সভাপতিত্ব করেন বকুল চন্দ্র চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন