পানছড়ির নির্মাণ শিল্পীদের নিয়ে আরামিটের মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক,পানছড়ি:

জেলার পানছড়ির নির্মাণ শিল্পীদের নিয়ে মত বিনিময় অনুষ্ঠান করেছে আরামিট সিমেন্ট। শনিবার বিকাল ৫টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আরামিট সিমেন্ট গ্রুপের ব্যবস্থাপনায় ও পানছড়িস্থ ডিলার রেহানা ট্রেডার্সের সার্বিক সহযোগিতায় এই প্রানবন্ত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে আরামিট সিমেন্টের গুনগত মান সম্পর্কে ধারনা দেয়া হয়।  পানছড়ির নির্মাণ শিল্পী ও ঠিকাদার’রা আরামিট সিমেন্টের মান খুব উন্নত বলে এক বাক্য স্বীকার করে।

এ সময় উপস্থিত ছিলেন আরামিট সিমেন্ট লি. এর ডিজিএম মো. জাবেদ,  ম্যানেজার  (সেলস) সাইফুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জি: শোয়াইব-উল-করিম, আরামিট সিমেন্টের সিনিয়র অফিসার শিমুল চৌধুরী,  খাগড়াছড়িস্থ বাহার ট্রেডার্সের স্বত্বাধিকারী শওকত বাহার,  ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম ও পানছড়িস্থ রেহানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুজন। অনুষ্ঠানে আগত শিল্পীদের মাঝে র‌্যাফেল ড্র ও আরামিটের উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে মত বিনিময় সভার সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন