পানছড়ির ৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা

PUZA PIC

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আটটি মন্ডপে এবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব। মন্ডপগুলো হচ্ছে পানছড়ি বাজার দেবালয়, আদি ত্রিপুরা পাড়া দূর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির, অষ্টো মঙ্গলা মন্দির, বাম্বু পাড়া দেবালয়, হেডম্যান পাড়া শিব মন্দির, কুড়াদিয়াছড়া সার্বজনীন মন্দির ও বাউরা পাড়া দেবালয় মন্দির। মন্ডপগুলোর প্রতিমাকে নানা রংঙে সাজিয়ে তুলতে দিনরাত ব্যস্ত সময় পার করে এখন স্বস্তির নি:শ্বাস ফেলছে প্রতিমাশিল্পীরা।

ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সুক্ষ হাতের নিপুন তুলির ছোঁয়ায় ভক্তদের মুগ্ধ করতে এবার উপজেলার বিভিন্ন মন্ডপে প্রানবন্ত প্রতিমা গড়ে তুলেছেন প্রতিমাশিল্পীরা। যা এক নজরেই প্রাণ জুড়াবে ভক্তদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রায় সব কয়টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ। এর মধ্যে উপজেলার সবচেয়ে বড় মন্ডপ হিসাবে খ্যাত পানছড়ি বাজার দেবালয়ে দীর্ঘ উনিশ দিন পর প্রতিমার শেষ আঁচড় টেনেছেন চট্টগ্রাম হাজারী গলি থেকে আসা মৃৎ শিল্পী বাবলু দে।

পানছড়ি বাজার দেবালয়ের সভাপতি সনজিত পাল মিঠু ও সাধারণ সম্পাদক বিমান কান্তি দে এ প্রতিবেদককে জানান, ইতিমধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এখন বর্ণিল সাজে প্যা্েন্ডল তৈরীর কাজ শুরু হতে যাচ্ছে। তাছাড়া পূজা মন্ডপে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জন্য আলাদা বসার ব্যবস্থা, নারী-পুরুষদের পৃথক প্রবেশ পথ, সার্বক্ষনিক আলোর ব্যবস্থা নিশ্চিত করণ ও কমিটি কর্তৃক স্বেচ্ছাসেবক নিয়োগ ইত্যাদিও প্রায় শেষ পর্যায়ে।

তাছাড়া রূপন চক্রবর্তী ও তাপস চক্রবর্তী পুরোহিতের দায়িত্ব পালন করবেন বলেও তারা জানান। জানা যায়, এবার দেবীর নৌকায় আগমন এবং দোলায় গমনের মধ্য দিয়ে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন