পাহাড়ের অব্যাহত হত্যাকাণ্ড, গুম, চাঁদাবাজিসহ সহিংস ঘটনায় ওয়াদুদ ভুইয়া‘র উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :

পার্বত্য চট্টগ্রামের অব্যাহত হত্যাকান্ড, গুম, চাঁদাবাজিসহ সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারসহ পাহাড় থেকে সকল অস্ত্র উদ্ধার করার দাবী জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। আজ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি তার উদ্বেগের কথা জানিয়ে এ দাবী করেন। তিনি জেলার মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস’র মানিকছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক পেশকা মারমা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে নিহতের শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমরা এ জাতীয় সকল প্রকার হত্যাকান্ডের নিন্দা প্রতিবাদ জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ার ফলে হত্যাকান্ড বন্ধ হয়নি বরং বেড়েছে। তিনি এসকল হত্যাকান্ড বন্ধে সরকারের প্রতি আহবান জানান। বিবৃতিতে তিনি আরো বলেন, ১৯৭৪ থেকেই সশস্ত্র সন্ত্রাসী গ্রæপগুলো নিজেদের অধিপত্য বিস্তারের লড়াইয়ে এ জাতীয় ঘটনার মধ্যদিয়ে পাহাড়ে হাজার হাজার পাহাড়ী-বাঙ্গালীকে হত্যা করেছে। এসকল হত্যাকান্ড, গুম, চাঁদাবাজিসহ সহিংসতা শান্তি ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে তিনি বলেন এই বর্বরতা থামাতে হবে, এ জাতীয় সহিংসতা আর চলতে দেয়া যায়না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন