পাহাড়ের ছেলে জাহিদের চতুর্থ সাফল্য এবার ঢাকায়

HSC PIC copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নুরে মোজাচ্ছম জাহিদ পেয়েছে তার চতূর্থ সাফল্য।  সে উপজেলার ৩নং সদর পানছড়ি ইউপির পানছড়ি বাজারের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল বারেকের ছেলে।

জানা যায়, জাহিদ ২০০৮ সালে পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ২০১১ সালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে থেকে জেএসসি, ২০১৪ সালে একই কলেজ থেকে এসএসসি ও ২০১৬ সালে ঢাকা ষ্টেট কলেজ থেকে এইচএসসি’তে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল বারেকের ৬ ছেলে ও ২ মেয়ের মাঝে জাহিদ সবার ছোট। তার বড় ভাইদের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা এবং সার্বক্ষনিক ছায়ার মত পাশে লেগে থাকা মায়ের অবদানের কথা বার বার এই প্রতিবেদকের কাছে তুলে ধরেছে জাহিদ।

সাফল্যের এ ধারাবাহিকতা সম্পর্কে জানতে চাইলে জাহিদ জানায়, ভবিষ্যতে সে একজন নামকরা প্রকৌশলী হতে চায়। এজন্য তার নিজ উপজেলা পানছড়িবাসীর সর্বস্তরের মানুষের নিকট দোয়াপ্রার্থী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন