পার্বত্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার নেতৃ‌ত্বে অ‌পি ও রা‌সেল মাহমুদ

পাহাড়ে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে চাই: কাজী ম‌জিবুর রহমান

fec-image

পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী ম‌জিবুর রহমান বলেছেন, দল যার যার, পার্বত্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষদ সবার। আমরা সবাই‌কে নি‌য়ে কাজ কর‌তে চাই। পাহা‌ড়ে সবাই শা‌ন্তি শৃঙ্খলা বজায় রে‌খে বসবাস কর‌তে চাই। আপনারা আমা‌দের সা‌থে আসেন।

শুক্রবার (১৩ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ, কেন্দ্রীয় ক‌মি‌টির তত্ত্বাবধা‌নে রাজধানীর বারাকা ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে ঢাকা মহানগর শাখার এক স‌ম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী ম‌জিবুর রহমান বলেন, আমা‌দের মূল সমস্যা একতাবদ্ধতা। আমরা বাঙালিরা এক হ‌তে পা‌রি না। সব সময় ইগো (অহংকার) নি‌য়ে ব‌সে থা‌কি। শুধু তাই নয়, নি‌জে‌দের স্বার্থ নিজেরা আদায় কর‌তে ভয় পাই।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি শেখ আহ‌মেদ রানা বলেন, আজ তোমা‌দের এক‌টি নতুন প‌রিবার উপহার দি‌চ্ছি। ম‌নে রাখবা আজ থে‌কে তোমরা একটা প‌রিবার। তো‌মাদের ঐক্য বিনষ্ট করতে অ‌নেক চক্রান্ত চলবে। কিন্তু তা‌তে পা দেওয়া যা‌বে না। আমা‌দের মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রা‌মের নির্যাতিত মানু‌ষের পা‌শে দাঁড়ানো এবং  আসামিদের (খুনিদের) বিচারের আওতায় আনা।

অনুষ্ঠা‌নের সভাপ‌তিত্ব ক‌রেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি ইব্রাহীম খলিল অ‌পি ও সঞ্চালনা ক‌রেন সাধারণ সম্পাদক রা‌সেল মাহমুদ।

এসময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, পি‌সিএনপির সহ-সভাপ‌তি বীর মু‌ক্তিযুদ্ধা ম‌নিরুজ্জামান ম‌নির, পি‌সিএস‌পি কে‌ন্দ্রীয় সহ-সভাপ‌তি ও ঢাকা মহানগরের সভাপ‌তি আব্দুল হা‌মিদ রানা এবং পি‌সিএন‌পি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু।

এছাড়া সম্মেলনে পি‌সি‌সি‌পি সাত ক‌লেজ শাখা’র সভাপ‌তি দিদারুল আলমসহ ,জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল শাখা ও অন্যান্য ইউ‌নি‌টের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন