ঘুমধুমে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যাত্রীবাহী সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মধ্যম পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাইশপাড়ী এলাকার অংচামং’র ছেলে মংলাই তঞ্চঙ্গ্যা (২৫), হেডম্যান পাড়ার অংকোতাইং’র ছেলে অমর তঞ্চঙ্গ্যা (১৮) ও চন্দমং’র ছেলে থোয়াইমং (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি তুমব্রু এলাকায় মধ্যম পাড়ায় পৌঁছলে তুমব্রু হেডম্যান পাড়া থেকে বাজারমুখী একটি মাইক্রোবাসের সাথে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ২ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুপালং এম এস এফ হাসপাতালে পাঠানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ ইমতিয়াজ মাহফুজ ভূইয়ার বলেন, সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, ঘুমধুম, মাইক্রোবাস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন