খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

‘পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী’

fec-image

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দুল্যাতলী আর্মি ক্যাম্প এলাকায় প্রায় ৩শ জন অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পাহাড়ি-বাঙালিদের মাঝে সেবা প্রদান করেন লক্ষ্মীছড়ি জোনের কমান্ডার লে. কর্নেল এ এইচ এম জুবায়ের।

এসময় সহয়তা হিসেবে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী, ভর্তির জন্য আর্থিক অনুদান, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টিন, একটি অসহায় পরিবারের ঘর নির্মাণে অর্থ সহায়তা এবং শীতবস্ত্র দেওয়া হয়।

সহায়তা প্রদানের সময় জোন কমান্ডার লে. কর্নেল এ এইচ এম জুবায়ের বলেন, পাহাড়ের স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের আত্ম-সামাজিকসহ বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান রেখেছে।

ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোন অধিনায়ক। মানবিক সেনা সহায়তা পেয়ে খুশি ও সাধুবাদ জানান উপকারভোগীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মানবিক, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন