পুরুষেরও হতে পারে ব্রেস্ট ক্যানসার, বুঝে নিন ৩ লক্ষণে

fec-image

নারীরাই বেশি স্তন ক্যানসারের সমস্যায় ভোগেন। এ কারণে অনেক পুরুষই বিষয়টি নিয়ে মাথা ঘামান না। আসলে ব্রেস্ট বা স্তন ক্যানসার কোনো মেয়েলি অসুখ নয়।

ক্যানসার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যানসার। পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়ার কারণেই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়।

পুরো পৃথিবীতে স্তন ক্যানসারে আক্রান্ত মোট রোগীর এক শতাংশ হলেন পুরুষরা। আক্রান্তের সংখ্যাটি কম হলেও এই এক শতাংশের রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি।

পুরুষদের স্তন ক্যানসারের লক্ষণগুলো কী কী?

>> স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনো ক্ষত তৈরি হলে আগেই থেকে সচেতন হওয়া খুবই জরুরি।

> স্তনবৃন্তের রঙের পরিবর্তন হওয়া বা লালচে হয়ে যাওয়াও ক্যানসারের লক্ষণ হতে পারে।

>> স্তনের ত্বকে অস্বাভাবিকতা, চামড়া কুঁচকে যাওয়া, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হওয়া ইত্যাদিও ক্যানসারের ইঙ্গিত দেয়।

সাধারণত ৪০-৬০ বছরের পুরুষদের মধ্যে সাধারণত এই রোগ বেশি দেখা যায়। পরিবারে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।

আল্ট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়। বায়োপ্সির সঙ্গে করা ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরন হরমোনের পরীক্ষাও। প্রোটিন পরীক্ষাও করা হয়।

সূত্র: জাগোনিউজ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *