পেকুয়ার ভোলাইয়াঘোনা পঞ্জাগানা কে দীর্ঘ ৫৩ বছর পর জুমা মসজিদে রূপান্তর

এ.এম.জুবাইদ,পেকুয়া:
পেকুয়ার ভোলাইয়াঘোনা পঞ্জাগানা কে দীর্ঘ ৫৩ বছর পর পবিত্র জুমার নামাজের মধ্যে দিয়ে জুমা মসজিদে রূপান্তর করা হয়েছে। জানা যায় ভোলাইয়াঘোনা সমাজ কমিটির উদ্যোগে গত ৪ অক্টোবর বিশিষ্ট আলেম রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এলাদাদ আল্ববী স্থানীয় মসল্লিদের কে জুমার নামাজ পড়ায়ে ভোলাইয়াঘোনা জামে মসজিদের যাত্রা শুরু করছেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল মোনাফ, ভোলাইয়াঘোনা সমাজ কমিটির সভাপতি ইকবাল হোছাইন, সহ সভাপতি জাফর আলম, সম্পাদক দেলোয়ার হোছাইন, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, পেকুয়া সি এন জি সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, মৌ: অলি উল্লাহ, গ্রাম পুলিশ জসিম, এনায়েত উল্লাহ প্রমুখ।  সূত্রে জানা যায় ১৯৬০ সালে মরহুম আইয়ুব আলী ও নজির আহম্মদ এলাকায় ধীনি শিক্ষা প্রতিষ্টার জন্য মরহুম আইয়ুব আলীর নিজস্ব জায়গার উপর একটি ফনঞ্জাগানা স্থাপন করেন। পর্যায়ক্রমে ৫৩ বছর পর ভোলাইয়াঘোনা সমাজ কমিটি এ প্রতিষ্ঠানটি জামে মসজিদ করার জন্য সিদ্ধান্ত নেয়।

সমাজ কমিটির এ সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট হাসিনা আহমদ অর্থ বরাদ্দ দিয়ে মসজিদের নিমার্ণ কাজ শুরু করেন। পর্যায়ক্রমে সমাজ কমিটির সহযোগিতায় পূর্ণাঙ্গ জুমা মসজিদে রূপান্তর হয়। প্রথম জুমার নামাজে দুশতাধিক মসল্লীরা জুমার নামাজ আদায় করে। জুমা মসজিদ পাকাকরণে সহযোগিতার করার জন্য সকলের কাছে কৃতজ্ঞা প্রকাশ করছেন ভোলাইয়াঘোনা সমাজকমিটির নেতৃবৃন্দরা। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন