পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খানের বিদায় সংবর্ধনা

pic-pekua-uno-19-11-2016
নিজস্ব প্রতিনিধি :
পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় প্রেস ক্লাব হল মিলনায়তনে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা প্রেস ক্লাবের সহ সভাপতি এ্যাডভোকেট মীর মোশারফ হোসেন টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বিদায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুর রশিদ খাঁন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ’লীগের উপদেষ্টা এ্যাডভোকেট কামাল হোছাইন, জেলা আ’লীগের সদস্য ও উপজেলা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এস এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধূরী বিটু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান, শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর, উপজেলা জাতীয় পাটির সভাপতি এস এম মাহাবুব ছিদ্দিকী, উপজেলা প্রেস ক্লাব সাংবাদিক দিদারুল করিম, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওসির পক্ষে এস আই বিমল, পেকুয়া প্রেস ক্লাবে সভাপতি ছফওয়ানুল করিম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন, নির্বাহী সদস্য মাহামুদুল করিম, পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সাংবাদিক হাসেম, সাংবাদিক নাজিম, সাংবাদিক সুজন, সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক ফারুক, সাংবাদিক জুবাইদ, সাংবাদিক ছগির আহমদ আজগরী, সাংবাদিক জালাল, সাংবাদিক সুমন, সাংবাদিক ইমরান,চৌমহুনী ব্যবসায়ী সমিতির সম্পাদক নাজিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষক, ব্যবসায়ীরা।

সভায় বক্তারা বলেন ইউএনও’র মারুফুর রশিদ খান সম্প্রতি বাণিজ্য মন্ত্রাণালয়ে উপ পরিচালক হিসাবে বদলী হয়েছেন। তিনি আমাদের পেকুয়ায় ২ বছর আগে অভিভাবক হিসাবে এসেছিলেন। তিনি পেকুয়ার দূদিনে ব্যাপক সেবা দিয়েগেছেন যা প্রশংসনিয়। তিনি পেকুয়া ছেড়ে চলে য্ওায়া খুবই বেদনাদায়ক। তিনি বিগত বছরে পেকুয়ার মানুষের মনে স্থান করে নিয়েছেন। বক্তারা আরো তুলে ধরেছেন ওনার আমলে পেকুয়াকে আলোকিত করেছেন। পরিশেষে সকলেই এক সুর সবাই মিলে এক হয় যার যার অবস্থান থেকে পেকুয়াকে আমরাই গড়ব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন