প্রতীক পেলেন কক্সবাজারে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ৫২ প্রার্থী

upazila election logo

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার:

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের তিন উপজেলা এখন সরগরম প্রচার প্রচারণায়। জেলায় ২৭ ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য তিন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ৫২ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে অনুষ্ঠিত সভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. আবুল হোসেন।
প্রতীক প্রাপ্তদের মাঝে চেয়ারম্যান পদে মহেশখালীতে ১০ জন, চকরিয়ায় ৭ জন ও পেকুয়ায় ২ জন। ভাইস চেয়ারম্যান পদে চকরিয়ায় ৭ জন, পেকুয়ায় ৪ জন এবং মহেশখালীতে ১০ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চকরিয়ায় ৫ জন, পেকুয়ায় ৩  জন ও মহেশখালীতে ৪ জন প্রার্থী রয়েছেন। এখানে আওয়ামী লীগ-বিএনপির মনোনীতরা ছাড়া বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামীলীগের একক প্রার্থী জাফর আলম (আনারস), উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া (ঘোড়া), চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াতের একক প্রার্থী আরিফুর রহমান চৌধুরী মানিক (টেলিফোন), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা (মোটর সাইকেল), জাতীয় পার্টির একক প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী স্বপন মিয়া (দোয়াত কলম), চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছরওয়ার আলম (চিংড়ি মাছ) ও পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ওয়ালিদ (কাপ পিরিচ)।

ভাইস চেয়ারম্যান পদে কন্ঠশিল্পী সিরাজুল ইসলাম আজাদ (নলকূপ), বিএনপি নেতা আবদুর রহিম (উড়ো জাহাজ), স্বর্ণ ব্যবসায়ী সুনীল কান্তি দাশ (জাহাজ), আওয়ামী লীগ নেতা জামাল হোছাইন (চশমা), মাওলানা রুহুল কুদ্দুছ আনোয়ারী (বই), জাতীয় পার্টি নেতা রহুল কাদের (টিয়া পাখি), আলহাজ মোক্তার আহমদ (তালা), নারী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা পারভীন (হাঁস), সাফিয়া বেগম (ফুটবল), নাঈমা মোক্তাদির ( কলসি), হালেছা বেগম (প্রজাপতি) ও জন্নাতুল বকেয়া (পদ্ম ফুল)।

পেকুয়া উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত প্রার্থী শাফায়েত আজিজ রাজু (আনারস), শিলখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী ওয়াহিদুর রহমান ওয়ারেচী (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত একক প্রার্থী অ্যধাপক মু. নুরুজ্জামান (চশমা), আ.লীগ সমর্থিত প্রার্থী ও টৈটং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির আহমদ (তালা), জাতীয় পার্টি সমর্থিত সাংবাদিক দিদারুল করিম (জাহাজ), স্বতন্ত্র প্রার্থী নুরুল আজিম (টিয়া পাখি), নারী ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত প্রার্থী নিগার সোলতানা মাশেক (বৈদ্যুতিক পাখা), বিএনপি-জামায়াত সমর্থিত লুৎফা হায়দার রুনি (প্রজাপতি) এবং বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী (হাঁস)।

মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরকার দলীয় একক প্রার্থী  আনোয়ান পাশা চৌধুরী (ঘোড়া), বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক (ব্যাটারি), জামায়াত নেতা কালারমারছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী (মোটর সাইকেল), হোছাইন মোহাম্মদ আল নোমান শরীফ (চিংড়ি মাছ), এনামুল হক (টেলিফোন), সরওয়ার আজম( আনারস), মোহাম্মদ হাবিব উল্লাহ (পেস টুপি), নাজেম উদ্দীন (হেলিকপ্টার), প্রবীন আওয়ামীলীগ নেতা হোছাইন ইবরাহীম (দোয়াত কলম), আবদুল খালেক চৌধুরী (কাপ পিরিচ), ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ফরিদুল আলম, (উড়ো জাহাজ), মোঃ জাকের হোছাইন (টিউবওয়েল), মোহাম্মদ কাইছারুল আলম (বই), এড. মোশতাক আহমদ (টাইপ রাইটার), মোঃ মিজানুর রাশেদ (তালা), আবদুল মোতালেব (টিয়াপাখি), ইঞ্জিনিয়ার হাসান রাসেল (বৈদ্যুতিক পাখা), মাহাবুবুল আলম (জাহাজ), মুহাম্মদ জহির উদ্দীন (চশমা), আমান উল্লাহ (মাইক), নারী ভাইস চেয়ারম্যন জাহানারা বেগম(প্রজাতিফুল), প্রীতি কনা শর্মা (কসল), শিরিন আক্তার (পদ্মফুল) ও শাকিলা আক্তার (ফুটবল)।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৩টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২৮ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৫ জন মনোনয়ন পত্র দাখিল করেন। প্রত্যাহারের শেষ দিনে অবশিষ্ট ৫২ জন প্রার্থী তাদের প্রতীক পান। নির্বাচন কমিশন ঘোষিত তপসীল অনুসারে আগামী ২৭ ফেব্রæয়ারি চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভোট গ্রহণ হবে। মহেশখালী উপজেলায় ভোট হবে ১ মার্চ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন