প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে রামুতে যুবলীগের স্বাগত মিছিল

fec-image

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উপহার দিয়েছেন। কক্সবাজারকে উন্নত শহরে পরিণত করেছেন। শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশে সরকার অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। যার ফলে উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে দেখার জন্য আসবেন এবং শেখ কামাল স্টেডিয়ামে স্মরণকালের বিশাল জনসভায় ভাষণ দেবেন। জননেত্রীর এ জনসভাকে সফল করতে আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় রামু বাইপাস ফুটবল চত্বরের পাশে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হয়।

রামু উপজেলা যুবলীগ সভাপতি, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, মীর্জা ওবাইদ রোমেল, রামু উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স চেয়ারম্যান, আওরঙ্গজেব টিপু, শাহাদাৎ হোসেন, নবীউল হক আরকান, কামরুজ্জামান ভূট্টো, ওসমান গনি, আবদুল্লাহ বিদ্যুৎ মেম্বার, মনিরুল ইসলাম মনির, নজরুল ইসলাম মেম্বার, রাহামত উল্লাহ, এম সেলিম, হাফেজ আহমদ, জাবেরুল কালাম আজাদ, আজিমুল আলম নিউটন, সালাহ উদ্দিন, শেফাইল উদ্দিন, নজিবুল আলম, নুরুল আজিম, নুরুল করিম পুতু, গোলাম মওলা, শাকের আহমদ মেম্বার, শুক্কুর মিয়া, মো. শাকিল, জসিম উদ্দিন, ফেরদৌস গোলাপ, মিজানুর রহমান, আবু বক্কর ছিদ্দিক মেম্বার, কাউছার, শাকিল মেম্বার, নাহিদ, বিপুল বড়ুয়া আব্বু মেম্বার, জসিম উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী, মিছিল, যুবলীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন