প্রবাসীদের হোম কােয়ারেন্টাইনে রাখবে রাঙামাটি জেলা প্রশাসন

fec-image

করোনার ক্রান্তিকালে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া এবং অন্যান্য দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশীরা আগামী ২২ এপ্রিল চট্টগ্রাম বিমানবন্দর হয়ে দেশে আসবেন। এইসব প্রবাসীর মধ্যে প্রায় ২০০জনের মতো রাঙামাটির বাসিন্দা রয়েছেন।

রাঙামাটির এসব বাসিন্দাদের জন্য জেলা প্রশাসন আগেই প্রস্তুতি সেরেছেন। তাদের জন্য রাঙামাটি কৃষি ইন্সটিটিউট এ ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছে, রাঙামাটিবাসীকে নিরাপদ রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, পুলিশ যৌথবাহিনী এক সাথে কাজ করবে।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বলেন, করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। আর যারা বিদেশ থেকে আসবেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার সকল ব্যবস্থা করা হয়েছে। মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রদান করেন এনডিসি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি জেলা প্রশাসন, হোম কােয়ারেন্টাইনে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন