বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে পরিছন্ন অভিযান

fec-image

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটিতে পরিছন্ন অভিযান পরিচালনা করছে ‘বিডি ক্লিন’ নামক একটি সামাজিক সংগঠন। শুক্রবার (৩১জানুয়ারি) বিকেল থেকে রাঙামাটি শহরে এ অভিযান পরিচালা করছে সংগঠনটি।

অভিযানের শুরুতে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন সম্ভাবনাময়ী এলাকা ফিসারী বাঁধ এলাকায় পরিছন্ন অভিযান পরিচালনার মাধ্যমে এ অভিযানের শুভ সূচনা করা হয়।

সংগঠনটির রাঙামাটির সমন্বয়ক মাসুদ রানা হৃদয় বলেন, আমরা একটি সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের কাজ মূলত ময়লা-আবর্জনামুক্ত নগরী গড়ে তোলা। আমাদের সংগঠনের একটি প্রতিপাদ্য বিষয় হলো- ‘পরিছন্নতা শুরু হোক আমার থেকে। এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে নিজেদের সংগঠনকে সর্ম্পৃক্ত করেছি। এজন্য রাঙামাটি শহরকে পরিছন্ন করতে আমাদের সংগঠননের স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেছে।

এর আগেও আমরা শহরের বঙ্গবন্ধুর ভাস্কর্য এলাকা এবং শহীদ মিনার এলাকায় পরিছন্ন অভিযান পরিচালনা করেছেন বলে যোগ করেন তিনি।

এ অভিযানে অংশ নিয়েছেন, সংগঠনটির সমন্বয়ক মাসুদ ছাড়াও সদস্য ইসমাইল হোসেন, সংগঠনটির লজিস্টিক টিমের প্রধান শান্তনা দাশ এবং নূর হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন