বর্ষবরণে যৌন নিপীড়ন: ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারে রিট

6297e4c48c1d0d5e98e3990c0bead209_XL

ডেস্ক রিপোর্ট:
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

সোমবার দুপুরে সু্প্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহারিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।

ইউনুস আলী বলেন, পহেলা বৈশাখে টিএসসির ঘটনায় দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা দরকার। এই বিষয়গুলো সামনে রেখে আমি রিট আবেদনটি করেছি।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানি করা হয়। পরে বিভিন্ন সামাজিক সংগঠন এ ঘটনায় প্রতিবাদ করে। পরবর্তী সময়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন