বাইশারীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩, উপস্থিত ২২৩

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ২ জন ছাত্রী ও একজন ছাত্র। উপস্থিত রয়েছে ২২৩ জন পরীক্ষার্থী। সর্বমোট পরীক্ষার্থী ২২৬ জন হওয়ার কথা। উপস্থিতির মধ্যে রয়েছে ছাত্র ৮১ জন ও ছাত্রী ১৪২ জন।

কেন্দ্র সচিব বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক জানান, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত ও অনিয়মিত মিলে সর্বমোট পরীক্ষার্থী ৩০০ জন।তবে আজকের পরীক্ষায় ২২৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে এবং ৩ জন অনুপস্থিত রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জনসাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ জানান, মনোরম পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হল সুপার মতিলাল সিকদার জানান, সঠিক সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং সঠিক সময়ে পরীক্ষা শেষ হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন শীমন সরকার ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাইশারী তদন্তকেন্দ্রের এএস আই রুবেল ধরসহ পুলিশ সদস্যরা।

এছাড়া মেডিকেল টিম নিয়ে উপস্থিত ছিলেন উপসহকারী মেডিকেল অফিসার মো. নুরুল আমিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন