ঘোড়ায় চড়ে পতাকা হাতে হরতাল পালনকারী সেই হেফাজত নেতা বাঘাইছড়িতে আটক

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় র‌্যাবের অভিযানে ঢাকায় নাশকতার মামলার পলাতক আসামী হেফাজত নেতা হাছান ইমামকে আটক করেছে র‌্যাব। শনিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার আমতলী এলাকার কবিরপুর বড় মাদ্রাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের কমান্ডার লে. কর্নেল গোলাম মির্জা।

আটককৃত ব্যক্তিকে নিয়ে ওইদিন র‌্যাবের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান।

আটক হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে বেশ কিছু গাড়ীতে অগ্নি সংযোগ ও ভাংচুর চালায়। সে বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিলো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোন নিবন্ধন নেই। মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, বাঘাইছড়ি, হেফাজত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন