বাঘাইছড়ির দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সাড়ে ৭ লাখ টাকা প্রদান

fec-image

অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা কখনোই পুরণ করা সম্ভব নয়। আমার শুধু ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের সাহস জুগিয়ে পথ দেখানোর চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, দুর্যোগ কখনো বলে-কয়ে আসে না তাই সকলকে সতর্ক থাকার আহবান জানান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এছাড়াও আগামী অর্থ বছরের মধ্যেই দুরছড়ি বাজারের প্রবেশ মুখে একটি ব্রিজ তৈরি ও উপজেলা সদরে ফায়ার স্টেশন স্থাপনের কাজ ব্যবস্থা গ্রহ। করবেন।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য নিউচিং মারমা, বাঘাইছড়ির নব নির্বাচিত পৌর মেয়র মো. জমির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দুরছড়ি বাজার কমিটির সভাপতি মদন কান্তি দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৭ লক্ষ ৪০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

এর আগে দীপংকর তালুকদার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত, দুরছড়ি বাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন