বাঘাইছড়ি’র ৮ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

fec-image

রাঙ্গামাটির খুনখারাপি’র বাঘাইছড়িতে ৭ম ধাপে রক্তপাতহীন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় বাঘাইছড়ি’র আট’টি ইউনিয়নে। সারাদিন ভোট প্রদানের পর, দিন শেষে গোধূলি বেলা মেম্বার প্রার্থীগণের বিজয় ধ্বনিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এলাকাগুলোতে।

এদিকে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন ৩১ নং খেদারমারা ইউনিয়নে ২৮৫৯ ভোট পেয়ে আনারস মার্কা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছে বিল্টু চাকমা (জেএস এস মূলের প্রার্থী), প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বিশ্ব প্রিয় চাকমা পেয়েছে ১৭৩৯ ভোট, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী সন্তোষ কুমার চাকমা পেয়েছে ১৭২৭ ভোট।

৩৩ নং মারিশ্যা ইউনিয়নে আনারস মার্কা প্রতীকে নির্বাচন করে ২২১২ ভোট পেয়ে জয় লাভ করেছে
আপন চাকমা (জেএসএস মূল সমর্থিত), প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী অমর কান্তি চাকমা পেয়েছে ১০৮৮ ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী সুমন চাকমা পেয়েছে ৩০ ভোট।

৩৪ নং রুপকারি ইউনিয়নে বিনা প্রতিন্দন্দ্বিতায় জ্যাসমিন চাকমা (জেএসএস-সংস্কার) পূর্বেই নির্বাচিত হয়েছে। ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নে অলিভ চাকমা (আওয়ামী লীগের প্রার্থী) পূর্বেই বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

৩০ নং সরোয়াতলী ইউনিয়নে বাবু ভূপতি রঞ্জন চাকমা সতন্ত্র (জেএসএস মূল) ঘোড়া মার্কায় নির্বাচন করে ৩৬৮৯ ভোট পেয়ে জয় লাভ করেছে, প্রতিদন্দ্বী জন চাকমা (সতন্ত্র জেএসএস সংস্কার) চশমা মার্কায় পেয়েছে ১০৯৯-ভোট, কিরন বিকাশ চাকমা স্বতন্ত্র আনারস প্রতীকে পেয়েছে ৭৬৬ ভোট

৩৬ নং সাজেক ইউনিয়নে ৫৪৪৫ ভোট পেয়ে জয় লাভ করেছে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা অতুলাল চাকমা স্বতন্ত্র ( ইউপিডিএফ মূল), প্রতিদ্বন্দ্বী নেলশন চাকমা স্বতন্ত্র (জেএসএস মূল) ঘোড়া মার্কায় ২৭০৯-ভোট পেয়েছে, গরেন্দ্র ত্রিপুরা নৌকা মার্কায় ৩৭৪ ভোট পেয়েছে, নিখিল জীবন চাকমা  স্বতন্ত্র (জেএসএস মূল) মোটরসাইকেল মার্কায় ৩৯৩৫-ভোট পেয়েছে।

আমতলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুজিবুর আহমেদ আনারস প্রতীকে নির্বাচন করেন ১০৪৭ ভোট পেয়ে জয় লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী রাসেল চৌধুরী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা মার্কায় নির্বাচন করে পেয়েছে ১৮৬ ভোট, আল আমিন সতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে ৮২৭ ভোট পেয়েছে, সুলতান আহমেদ স্বতন্ত্র আ,লীগ চশমা প্রতীকে পেয়েছে ১৭৭ ভোট।

বঙ্গলতলী ইউনিয়নে জ্ঞান জ্যোতি চাকমা স্বতন্ত্র, ইউপিডিএফ মূল, ঘোড়া নিয়ে নির্বাচন করে ৩৪৩৬ ভোট পেয়েছে জয় লাভ করেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জ্ঞানজীব চাকমা, স্বতন্ত্র (জেএসএস সংস্কার) তার নির্বাচনী প্রতীক আনারস,সে ৩৩১৫ভোট পেয়েছে।

প্রশাসনের কড়া নজরদারি ও সঠিক পরিচালনায় খুনখারাপি’র বাঘাইছড়িতে রক্তপাতহীন সুষ্ঠু নির্বাচন এক বিরল দৃষ্টান্তের সাক্ষী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন