বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ৭৮ হাজার লিটার মদ জব্দ করেছে র‌্যাব

lama-poto-copy

লামা প্রতিনিধি:

বান্দরবানের দূর্গম পাহাড়িয়া এলাকা লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় র‌্যাব ও বান্দরবান জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৮ হাজার লিটার দেশিয় চোলাই মদ জব্দ পূর্বক ধ্বংস করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিষ্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার এএসপি সারাফাত ইসলামের নেত্বতে বুধরার সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৭৮ হাজার লিটার দেশিয় চোলাই মদসহ এসব মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়ে বলেও জানা যায়। পরে মদ ও সরঞ্জাম গুলো নিবার্হী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার এএসপি সারাফাত ইসলাম এ প্রতিবেদককে বলেন, বান্দরবানের  লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় বানিজ্যিক উদ্দ্যেশে মদ তৈরীর কারখানা গড়ে  চট্টগ্রাম ও কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এ চোলাই মদ পাচার করে আসছিল।

এ সংবাদের ভিত্তিতে  বান্দরবান জেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭৮ হাজার লিটার দেশিয় চোলাই মদ সহ মদ তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন