বান্দরবানে উচ্চ মধ্যমিকে পাসের হার ৫৭.৭৫, আলিমে ৯৬%: ক্যান্ট-পাবলিক স্কুল এন্ড কলেজে শীর্ষে

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে উচ্চ-মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার জেলার পাঁটি কলেজে ১৪৩২ শিক্ষার্থী অংশ নেন। পাশ করেছেন ৮২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন আটজন। অন্যদিকে আলিম পরিক্ষায় দুইট মাদ্রাসায় ৫৩ পরিক্ষার্থীর মধ্য ৫১ জন পাস করেছে। পাসের হার ৯৬ শতাংশ। এ পরিক্ষায় কেউ এ+ পায়নাই।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১২ পরিক্ষার্থী অংশ নেন। পাশ করেছেন ১১১ জন। পাশের হার ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮জন।

বান্দরবান সরকারী মহিলা কলেজে তিনটি বিভাগে ৩৪৭ জন পরিক্ষার্থীর মধ্য ২৪১ জন উর্ত্তীন হয়েছেন। কেউ এ+ পায়নি। লামা মাতামহুরী কলেজে ২৯০ পরিক্ষার্থীর মধ্য ১৯৫ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছেন ৯৫ জন। নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম কলেজ ১৩০ জন পরিক্ষার্থীর মধ্য ৯৩ জন পাস করেছে। এ কলেজে কোন পরিক্ষার্থী এ + পায়নি। বান্দরবান সরকারী কলেজে ৫৫৩ জন পরিক্ষার্থীর মধ্য ২৯৫ জন কৃতকার্য হয়েছেন। কেউ এ কলেজে এ + পায়নি।

বান্দরবান ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসায় ১৯ জন আলীম পরিক্ষার্থীর মধ্য ১৮ জন কৃতকার্য হয়েছেন। লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩৪ জন পরিক্ষার্থীর মধ্য ৩৩ জন কৃতকার্য হয়েছেন। এ দু মাদ্রাসার কোন পরিক্ষার্থী এ+ পায়নি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন