বান্দরবানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন মহিলাসহ ১২ ইউপি সদস্য নির্বাচিত

95da89adeb9f9f0a9c4b47c91b6661ec-

নিজস্ব প্রতিনিধি : চলমান ইউপি নির্বাচনে বান্দরবানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন মহিলাসহ ১২ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে বান্দরবানের ২৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৪, সংরক্ষিত ওয়ার্ডে ২১৬ ও সাধারণ ওয়ার্ডে ৭০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পরলেও সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে ইতিমধ্যে বান্দরবানে ১২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন বান্দরবান সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী আপ্রুচিং মারমা, থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আচিং অং মারমা, থানছি সদরের ৩ নং ওয়ার্ডের রিয়কো ম্রো, থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিংওই মারমা, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছোমাইচিং মারমা।

অন্যদিকে সাধারন ওয়ার্ডে বান্দরবান সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মংনু সাং মারমা, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুইসাচিং মারমা, রোয়াংছড়ি উপজেলার নুয়াপতং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের থোয়াইচিং মং মারমা, থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঞ্রোসিং অং মারমা, রুমা উপজেলার তিন্দু ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুজন ত্রিপুরা, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শৈহ্লাচিং মারমা, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিংসানু মারমা।

এবার বান্দরবানের ২৪টি ইউনিয়নের ২২৭টি কেন্দ্রে মোট ভোটার এক লাখ ৩৮ হাজার ৮১৪। এর মধ্যে পুরুষ ৭১ হাজার ৭১৪ ও মহিলা ভোটার ৬৭ হাজার ১০০।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন