বান্দরবানে যৌতুক দাবী করায় জেল হাজতে

স্টাফ রিপোর্টার:

বান্দরবানে যৌতুক দাবী ও স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে স্বামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মামলার সূত্রে জানাযায়, বান্দরবান পৌর কাউন্সিলর গীতা রাণী দের (গুরা টুনি) বড় ছেলে রতন কুমার দে (২৮) দীর্ঘ দিন যাবৎ তার স্ত্রী সুমি দে (১৯) কে বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে মারধর ও শারীরীক-মানষিক নির্যাতন চালিয়ে আসছিল। এই অভিযোগে গত ৯ ডিসেম্বর সুমি দে বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ১৯৮০ এর ৪ এর ধারায় মামলা দায়ের করেন। যা সি আর মামলা নং ১১১/১৩।

ঐ সময়ে আদালত রতনকে নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার জন্য বারবার লিখিত নির্দেশ দেন। দীর্ঘ দিন আদালতে হাজির না হয়ে সোমবার আইনজীবির মাধ্যমে আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকারের আদালতে হাজির হন। পক্ষে-বিপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত জামিন নামঞ্জুর করে রতন কুমারকে জেল হাজতে প্রেরণ করেণ।

অভিযোগে আরো জানা যায়, রতন কুমার স্ত্রীর কাছে নগদ একলক্ষ টাকা এবং ২ ভরি স্বর্ণ দাবী করেন। এ সব দাবী পূরণ না হওয়ায় গর্ভবতী স্ত্রী সুমিকে দীর্ঘ দিন যাবৎ শাররীক ও মানষিক নির্যাতন চালিয়ে ঘর থেকে বের করে দেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন