বান্দরবানে স্প্যানিশ দম্পতির চুরি হওয়া ট্যাব উদ্ধার

দতকব্

স্টাফ রিপোর্টার:

বান্দরবানে ভ্রমণে আসা পর্যটক স্প্যানিশ দম্পতির চুরি হওয়া একটি ট্যাব জেলা শহরের উজানি পাড়া বৌদ্ধ বিহারের মালিকানাধীন পিকআপ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ি চালক ক্যনুমং মারমা ও তার সহযোগি সিং মং উ মারমাকে গ্রেফতার করা হয়েছে।

এরমধ্যে চালক বান্দরবান পৌরসভার টিএন্ডটি পাড়ার মিদু মং মারমা ও সহযোগী রুমা উপজেলার সদর ইউনিয়নের ৩৬৬ নং সেংগুম মৌজার মংসিং প্রু মারমা’র ছেলে।

বৃহস্পতিবার বিদেশি এ দম্পতি চিম্বুক, নীলগিরিসহ জেলার অন্যান্য পর্যটন স্থান দর্শন শেষে রাত্রিযাপন করতে রাত ৮টার দিকে শহরের মধ্যম পাড়ার একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে ব্যাগ খুলে তাঁদের ট্যাব কোথাও খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়।

এ ঘটনার তদন্তে দায়িত্বপ্রাপ্ত বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক বেলাল জানান, অভিযোগ পেয়ে পুলিশ বিদেশী দম্পতির ভাড়া করা গাড়ির চালক ও সহযোগিকে আটক করে। তারপর জিজ্ঞাসাবাদে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে  উজানি পাড়ার বৌদ্ধবিহার প্রাঙ্গনে রাখা ওই গাড়ির চালক আসনের নিচ থেকে চুরি যাওয়া ট্যাব উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালত ওইদিনই আটককৃতদের জেলহাজতে পাঠিয়েছে বলে জানান বেলাল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন