বান্দরবান পৌর নির্বাচন: ইসলাম বেবী দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত

fec-image

অপ্রীতিকর বা বিচ্ছিন্ন কোন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বান্দরবান পৌর নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসলাম বেবী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের মোহাম্মদ জাবেদ রেজা।

এদিকে রবিবার (১৪ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কমলেও ২টার পর বাড়ে ভোটারের সংখ্যা। বিশেষ করে মহিলা ভোটার। তবে প্রথমবারের মতো ইভিএম-এ ভোট দিতে গিয়ে বয়ষ্ক অনেকে আঙ্গুলের ছাপ নিয়ে বেকায়দায় পড়েন।

এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিপি, আনসারসহ সাদা পোশাকে গোয়েন্দা শাখার সদস্যরা নিয়োজিত ছিলেন। জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ১১ জন ম্যাজিস্ট্রেট ১৩টি কেন্দ্রের দেখভাল করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন, বান্দরবান, মেয়র নির্বাচিত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন