বান্দরবান সীমান্ত থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার, নগদ টাকাসহ আটক ২

fec-image

বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। আটককৃতরা হলো মো: ফারুক ও তার স্ত্রী মরিয়ম বেগম।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এবং ওসি (তদন্ত) বিল্লাহ হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পার করে বিপুল স্বর্ণ পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সদস্যরা আশারতলী প্রধানজিরি গ্রামের বাসিন্দা মো: ফারুক এর বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তাদের বসতবাড়ি তল্লাশি করে ২৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ৪০৩ ভরি। মূল্য অনুমান ৩কোটি ২লক্ষ ২৫ হাজার। এছাড়া নগদ ১ লক্ষ ৯৯ হাজার লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের পর আটককৃত দুজনকে নাইক্ষ্যংছড়ি থানায় এনে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মিয়ানমার, স্বর্ণের বার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন