বান্দরবা‌নে বিজিবি দিবস উপল‌ক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করে‌ছে ৫৭ বিজিবি

fec-image

বান্দরবা‌নে বিজিবি দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করে‌ছে আলীকদম ব্যাটালিয়নের ৫৭বিজিবি।

সোমবার (২০‌ডি‌সেম্বর) সকা‌লে বস্ত্র বিতরণ কা‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আলীকদম ব্যাটালিয়ন(৫৭বিজিবি) এর অধিনায়ক লে: ক‌র্নেল মো. ইফ‌তেখার হো‌সেন।

এসময় আলীকদম সদ‌রের দুঃস্থ ৪শ অসহায় পাহাড়ি, বাঙ্গালী পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

৫৭‌বি‌জি‌বির অ‌ধিনায়ক ব‌লেন, আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি বাংলাদেশের সবচেয়ে দূর্গম অঞ্চলগুলোর অন্যতম। তারা থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তের বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি। এসময় ৫৭‌বি‌জি‌বির কর্মকর্তাসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন