পানছড়িতে বিজিবি দিবস পালিত

fec-image

স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বিজিবি দিবস উপলক্ষ্যে নানান আয়োজনে সাজিয়েছিল পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

সোমবার (২০ ডিসেম্বর) ৩ বিজিবি মাল্টিপারপাস সেডে অনুষ্ঠিতব্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোগাং জোন অধিনায়ক লে: কর্নেল রুবায়েত আলম। তিনি বলেন, এ বাহিনীর আটশত সতর জন সদস্য মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছিল যার মঝে ৩ বিজিবি’র উনিশ জন শাহাদাৎ বরণ করেছিল। দেশের চার হাজার চারশত সাতাশ কিলেমিটার সীমান্ত রক্ষায় বিজিবি সুমহান দায়িত্ব পালন ও চোরাচালান প্রতিরোধসহ সংক্ষিপ্ত ইতিহাস তিনি তুলে ধরেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে আগত অতিথিরা প্রীতিভোজে অংশ নেয়।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোন কমান্ডার সিয়াম-এ নুর, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরাসহ সরকারি বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন