খাগড়াছড়িতে ত্রাণ কার্যক্রম সভায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা সচিব 

প্রকৃত হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণে কোন অনিয়ম বরদাস্ত করা যাবেনা

fec-image

খাগড়াছড়ি জেলায় ত্রাণ কার্যক্রম সু-সমন্বয়ে লক্ষ্যে দায়িত্ব প্রাপ্ত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রনিত তালিকা যাচাই-বাছাই করে সঠিকভাবে তালিকা প্রনয়নের মাধ্যমে প্রকৃত হত-দরিদ্রদের মাঝে ত্রাণ পৌছে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, এ ক্ষেত্রে কোন অনিয়ম বরদাস্ত করা যাবেনা ।

তিনি মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন পরামর্শ দিয়ে বলেন, করোনাভাইরাসের কারণে অনেকে কর্মহীন হয়ে মানবেতন জীবন-যাপন করছে।

প্রতিরক্ষা সচিব বলেন, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি সমন্বয়ের মাধ্যমে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ সুষ্ঠুভাবে করতে হবে। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পাহাড়ি বাঙ্গালি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানানো হয়। সরকারের পাশাপাশি বিত্তবানদের হতদরিদ্রদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।

সভায় পার্বত্য খাগড়াছড়িতে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ, আওয়ামী লীগসহ স্থানীয় ব্যক্তিপর্যায়ে যে সকল লোক ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ জানানো হয়।

সভায় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো: জাহিদুল ইসলাম, গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিজিএফ আই খাগড়াছড়ির কমান্ডার কর্নেল মোহাম্মদ মালেক হোসেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, এনএসআই এর যুগ্ন পরিচালক নাসির উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, খাগড়াছড়ি, টাস্কফোর্স চেয়ারম্যান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন