বিপিএলে ফের চ্যাম্পিয়ন কুমিল্লা

fec-image

জমটমাট বিপিএলর ফাইনালে সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতল দলটি। সব মিলে চতুর্থবার চ্যাম্পিয়ণ ভিক্টোরিয়ান্সরা। ফাইনালে সিলেটকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা।

বিপিএলের নবম আসরের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে দুই দল।

প্রথম শিরোপা মিশনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ঝলকে প্রথম ভারেই ১৭ রান তুলে নেয় রংপুর। তবে ইনিংসের শুরুতেই শূন্য রানে তানভিরের বলে বোল্ড তৌহিদ ‍হৃদয়। ক্যাপ্টেন মাশরাফি ওয়ানডাউনে নেমে মাশরাফিও হতাশ করেন। দলীয় ২৬ রানে দুই উইকেট হারায় সিলেট।

এরপর শান্তর সাথে ব্যাটিংয়ে নেমে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম। এর মাঝেই শান্ত ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন। মুলত ফাইনালে সিলেটের ভিত গড়েন তারা দুজনই। শান্ত ৪৫ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৪ রানে বিদায় নেয়।

১৫ ম্যাচে ৩৯.৬৯ গড়ে ১১৬.৭৪ স্টাইক রেটে ১১৬ রান পূর্ণ করেন অসাধারণ ইনিংস উহার দিয়ে। যা বিপিএলের সর্বোচ্চ রান। শান্তর বিদায়ের পর দ্রতই উইকেট হারায় সিলেটের দলটি। একে একে ফিরে যান রায়ান বার্ল ১৩, পেরেরা শূন্য ও জর্জ লিন্ডে ৯ রানে।

তবে উকেটের এক পাশ আগলে রেখে চার-ছক্কায় দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ৪৮ বলে ৫ বাউন্ডারি ও তিন ছক্কায় ৭৪ রান করে অপরাজিত থাকেন এই উইকেট কিপার ব্যাটার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে সিলেটের দলটি।

ফাইনালে জয়ের সম্ভাবনা জাগিয়েও বোলিং ব্যর্থতায় হেরেছে সিলেট। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সুনীল নারাইন ব্যক্তিগত ১০ রান করে বিদায় নেন। এরপর কুমিল্লার ক্যাপ্টেন ২ রান করে ফিরে যান লেন্ডির বলে। তবে

এরপর লিটনের সাথে ব্যাটিংয়ে ঝড় তোলেন জনসন চার্লস। লিটন ৩৯ বলে সাত বাউন্ডারি ও এক ছক্কায় ৫৫ রান করে ফিরে যান। তবে চার্লস ছিলেন আক্রমাত্মক। মঈন আলীকে সাথে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে চার্লস।

৫২ বলে সাত বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫২ বলে অপরাজিত ৭৯ রান করেন চার্লস। মঈন আলী ২৭ বলে করেন অপরাজিত ২৫ রান। ফলে চার বল হাতে রেখেই তিন উইকেটে ১৭৬ রান তোলে কুমিল্লা। বল হাতে ব্যর্থ সিলেট। রুবেল ৪ ওভারে ৩৯ রানে নেন ২ উইকেট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন