বেলছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

25.05.2017_Belchari UP Budget NEWS Pic.

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বাজেটে সুষম বন্টনের নিশ্চয়তা দেয়া হবে এমন ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়ির বেলছড়ি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশন সভাপতিত্ব করেন বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় শুরুতেই ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

ওয়ার্ড পর্যায়ে সুষম উন্নয়ন নিশ্চিত করার দাবি জানিয়ে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, ১৮৬নং বেলছড়ি মৌজার হেডম্যান শুভরঞ্জন ত্রিপুরা, বেলছড়ির নিকাহ রেজিস্টার মো. রমজান আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মো. তাজুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার মো. জয়নাল আবেদীন প্রমুখ।

বাজেট বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, শুধুমাত্র সরকারি বরাদ্ধেই সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য জনগণকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স দেয়ার মাধ্যমে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ট্যাক্স ছাড়া কোন উন্নয়ন কল্পনা করা যায়না।

বাজেট অধিবেশনে অন্যান্যের মধ্যে ৩নং ওয়ার্ডের মেম্বার মো. গোলাম মোস্তফা, ১নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার রোজিনা বেগম, ২নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার মোসা. শাহিনুর আক্তার, ৪নং ওয়ার্ডের মেম্বার মো. আবু বকর ছিদ্দিক, ৫নং ওয়ার্ডের মেম্বার মো. হাসমত আলী ছাড়াও বেলছড়ি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতৃবৃন্দ ও পাড়া কার্বারীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন