ভারতে বিশ্বকাপ খেলার অনুমোদন পেল পাকিস্তান

fec-image

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না পাকিস্তান তা নিয়ে কয়েক মাস ধরে চলছিল অনিশ্চয়তা, যার অবসান হলো রবিবার। অক্টোবর-নভেম্বরের টুর্নামেন্টে খেলতে পাকিস্তান তাদের ক্রিকেট দলকে ছাড়পত্র দিয়েছে

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়, পাকিস্তান ক্রমাগত এই ধারা বজায় রেখেছে। তাই আসন্ন আইসিসি বিশ্বকাপে অংশ নিতে তাদের দেশের ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা কখনোই আন্তর্জাতিক ক্রীড়াসম্পর্কিত বাধ্যবাধকতা পূরণে বাধা হয়ে দাঁড়াবে না।’ আরও বলা হয়েছে, ‘ভারতের অসামাজিক মনোভাবের বিপরীতে পাকিস্তানের এই সিদ্ধান্ত গঠনমূলক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি পোষণ করে, যেখানে তারা এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল পাঠায়নি।’

এই বিবৃতিতে পাকিস্তানের ভারত বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলেও বেশ কিছু প্রশ্ন থেকেই গেছে। যেমন, আহমেদাবাদে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে তারা রাজি কি না কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়ার দাবি করেছে কি না। তবে এই বিবৃতিতে ভেন্যু পাল্টানোর কোনও আকাঙ্ক্ষাও জানানো হয়নি।

তবে বিশ্বকাপে পাকিস্তানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূর্ণ আস্থা নেই বলে ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়, ‘পাকিস্তান তাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কিত। আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগ প্রকাশ করছি। আমরা পাকিস্তান দলের এই ভারত সফরে পূর্ণ নিরাপত্তা প্রত্যাশা করছি।’

ক্রিকইনফো জানতে পেরেছে, নিরাপত্তার ব্যাপারে আশ্বাস পেতে আইসিসির সঙ্গে আলোচনা করবে পিসিবি।

এদিকে বিশ্বকাপের সূচি চূড়ান্ত হলেও তা পাল্টানোর আভাস দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। নবরাত্রি উৎসবের কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর করা হতে পারে। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ ১২ অক্টোবর থেকে ১০ অক্টোবর এগিয়ে আনা হতে পারে। ১২ নভেম্বর কালীপূজার কারণে একদিন আগেই পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ আয়োজনের সুপারিশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। এই তিন সূচি পরিবর্তনে পিসিবি কোনও আপত্তি জানায়নি।

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ১৯ নভেম্বর। সূচি ওলট-পালট করা হবে বলে এখনও টিকিট বিক্রির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, বিশ্বকাপ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন