মন্ত্রীর সংস্পর্শে থাকা ছেলে রবিন বাহাদুর নেগেটিভ, ‘সুস্থ আছেন বাবা’

fec-image

করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপসম্পাদক রবিন বাহাদুর করোনা নেগেটিভ হয়েছেন।

ঢাকায় নমুনা পরীক্ষা করার পর নেতাকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এর আগে মন্ত্রী বীর বাহাদুর করোনা আক্রান্ত হলে ৮জুন থেকে বাবার সাথে ঢাকায় অবস্থান করছেন রবিন। বান্দরবান থেকে একই হেলিকপ্টারে করে তিনি ঢাকা সিএমএইচে যান।

এদিকে শুক্রবার (১২জুন) সন্ধ্যায় বাবা বীর বাহাদুরের সাথে রবিন বাহাদুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে ক্যাপশন লিখেছেন ”সবার দোয়ায় আপনাদের প্রিয় নেতা সুস্থ আছেন’।

উল্লেখ্য, বান্দরবানে করোনা মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকেই পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ও ছেলে রবিন বাহাদুর ত্রাণ তৎপরতাসহ মানুষের সেবায় সম্পৃক্ত ছিলেন।

এই স্বস্তির খবরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রীর ঘনিষ্টজনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য, গত ৭জুন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব টেস্টে পার্বত্যমন্ত্রী করোনা পজেটিভ হন। এর আগ থেকে তিনি বান্দরবানে নিজ বাসভবনেই ছিলেন। মন্ত্রী ছাড়াও (৮জুন) মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান, গৃহকর্মী থোয়াই চু প্রু মারমা ও পৌর মহিলা আওমী লীগের সাধারণ সম্পাদক এমিচিং মারমাও করোনায় আক্রান্ত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন