মহাত্মা গান্ধী ‘ইংরেজদের এজেন্ট’ ছিলেন: সাধ্বী প্রাচীর দাবি

64ab75445d42914e58b14540e8ebe80a_XL

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন। তিনি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ‘ইংরেজদের এজেন্ট’ ছিলেন বলে মন্তব্য করেছেন। পাশাপাশি স্বাধীনতা লাভের জন্য তিনি ভগত সিং এবং ডানপন্থী নেতা সাভারকারকে কৃতিত্ব দিয়েছেন।

বিশ্ব হিন্দু পরিষদের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশের বাহরাইচে মঙ্গলবার এক অনুষ্ঠানে মহাত্মা গান্ধী সম্পর্কে এ মন্তব্য ছাড়াও বিতর্কিত ও আপত্তিকর নানা মন্তব্য করেছেন সাধ্বী প্রাচী।

তিনি হিন্দু নারীদের চার সন্তানের জন্ম দেয়ার কথা ফের পুনরাবৃত্তি করে বলেন, ‘যারা এই প্রস্তাবে অসন্তুষ্ট হয়েছিলেন, তার যেন দু’টি সন্তানের জন্ম দেয়া নিয়ে আইন তৈরি করার জন্য বিতর্ক শুরু করেন।’

সাধ্বী নতুন বিতর্ক সৃষ্টি করে বলেছেন, ‘আইন তৈরি করে সব ধর্মের মানুষের জন্য দুটি সন্তান বাধ্যতামূলক করতে হবে। কেউ দুটি সন্তানের বেশি জন্ম দিলে তার ভোটাধিকার বাতিল করা এবং সরকারি সুবিধা বন্ধ করে দেয়া উচিত।’

সাধ্বী প্রাচী বলেন, ‘যে ব্যক্তি ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দেমাতরম’ বলতে চাইবে না, তিরঙ্গাকে অপমান করবে এবং গরু জবাই করবে সে ভারতে থাকার যোগ্য নন।’

গত ফেব্রুয়ারিতে সাধ্বী প্রাচী ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমালোচনা করে বলেছিলেন, ‘তাকে ‘জাতির পিতা’র সম্মান দেয়া উচিত নয়। কারণ স্বাধীনতার জন্য আসল ত্যাগ স্বীকার তো অন্য লোক করেছে। স্বাধীনতার কৃতিত্ব মহাত্মা গান্ধীকে দেয়ার সিদ্ধান্ত ভুল। এর কৃতিত্ব বীর সাভারকর এবং ভগত সিংকে দেয়া উচিত।’-আইআরআইবি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন