মহালছড়িতে ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের রাস মহোৎসব

জুয়েল দাশঃ
প্রতি বছরের ন্যায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অগ্রাহায়নের পূর্ণিমা তিথিতে পরম প্রেমানন্দ বৃন্দাবন বিহারী পুরুষোত্তম শ্রী কৃষ্ণের মধুর বংশ ধ্বনিতে বিশ্ব ভ্রাতৃতত্ববোধ বিশ্ব শান্তি কামনায় আগামী ১৫ নভেম্বর শুক্রবার থেকে ১৮নভেম্বর মহালছড়ি শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ষোড়শ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও রাস মহোৎসব।

জানা যায়, সম্প্রীতি এ উপলক্ষে কালী মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে বাবু রতন কুমার শীল, সাধারন সম্পাদক পদে বাবু লিটন দাশগুপ্ত ও অর্থ সম্পাদক পদে বাবু অজিত কুমার বনিক কে মনোনিত করে রাস মহোৎসব উদযাপন পরিষদ ১৩ইং এর কমিটি গঠন করা হয়।
রাস মহোৎসব কমিটি সূত্রে জানা যায়, ১৫নভেম্বর অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়ে ১৮নভেম্বর উষালগ্নে মহানাম সংকিত্তনের পূর্ণাহুতি ও পল্লি পরিক্রমার মাধ্যমে ৩৮তম ষোড়শ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও রাস রাস মহোৎসব সমাপ্ত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন