মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

fec-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গভর্নেন্স ইনোভেশন প্রধানমন্ত্রীর কার্যালয় ইউনিটের এর সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্ধোধন করেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মো. বাতেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘সবার জন্য বিদ্যুৎ, নারী ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয়, ডিজিটাল বাংলাদেশ, কউিনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর হোসেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আলোরন চাকমা ও একটি বাড়ি একটি খামার (পল্লী সঞ্চয় ব্যাংক) প্রকল্পের ব্যবস্থাপক তনুশ্রী চাকমা প্রমুখ।

কর্মশালার উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মো. বাতেন বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ। এর সাথেই রয়েছে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের সমন্বিত উদ্যোগ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।

সভাপতির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাদ মাহমুদ খান, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শেখ মো. আশ্রাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো: আমান উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, সাংবাদিকসহ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন