মাটিরাঙ্গায় মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

fec-image

জমকালো আয়োজন ও তুমুল প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টে ২-০ তে আরিফ-অংকেচিং জুটিকে হারিয়ে অবিস্বাস্য জয় পেয়েছে সজীব-থৈঅংপ্রু জুটি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্ট’ আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সমবায় অফিসার আমান উদ্দিন খান, সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, ইউসিসিএ চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু ও মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমা ছাড়াও মাটিরাঙ্গার ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে বিজয়ী ও বিজিতদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

পুরস্কার বিতরণ শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মুজিববর্ষে আরো বড় পরিসরে ব্যাটমিন্টনসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়ে বলেন, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়েই আমরা যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জীবন গড়তে তরুণ প্রতিভাবানদের আহ্বান জানান বিভীষণ কান্তি দাশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও দেশপ্রেমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলেই এ আয়োজন স্বার্থক হবে বলে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তরুণদের খেলাধুলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে দুটি আলাদা গ্রুপে ১৮টি দল নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন