মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি

মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক দীপক কান্তি চাকমার বিরুদ্ধে দুদকের মামলা

fec-image

সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তদন্তকারী সংস্থাকে হয়রানির করায় খাগড়াছড়ির মাটিরাঙা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক দীপক কান্তি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক জিএম আহসানুল কবীর বাদী হয়ে বুধবার(১৮ নভেম্বর)বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসানের বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি রুজু করেন। বিচারক মামলাটি আমালে নিয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

দুনীর্তি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এডভোকেট জসীম উদ্দিন মজুমদার জানান ,‘দুদকে মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগে মাটিরাঙা সরকারি কলেজের সহকারি অধ্যাপক দীপক কান্তি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮(গ) ধারায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীপক কান্তি চাকমা মাটিরাঙা সরকারি কলেজের অধ্যাপক(বাংলা) আবুল হোসেন পাটোয়ারির বিরুদ্ধে ভুয়া জাল জালিয়তির মাধ্যমে নিয়োগ দিয়ে সরকারি ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন।

দুদক অভিযোগটি আমলে নিয়ে দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমানিত না হওয়ায় এবং মিথ্যা অভিযোগ দিয়ে তদন্ত সংস্থাসমুহকে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮ (গ ) ধারায় মামলাটি দায়ের করে।

প্রসঙ্গত,একই ব্যক্তি একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুল আফছারের বিরুদ্ধে জাল সনদ ও জাল স্বাক্ষরের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ নেয়ার অভিযোগ তোলেন। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় অভিযোগকারীর বিরুদ্ধে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীপক কান্তি চাকমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন