মানিকছড়িতে বই পড়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

17(1)(

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়িতে সেকায়েব প্রকল্পভুক্ত প্রতিষ্ঠান তিনটহরী উচ্চ বিদ্যালয়ে পাঠাভ্যাস কর্মসূচির অংশ হিসেবে বই পড়া বিষয়ক এক সেমিনার রোববার সকালে স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক মো. আতিউল ইসলামের সভাপতিত্বে এবং লাইব্রেরীয়ান আবদুল মান্নান’র সঞ্চলনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মনিটরিং অফিসার সমরেন্দু বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর ইসলাম।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকার পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল মেধাবিকাশে বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় এবং সেকায়ের এর অর্থায়নে এ প্রতিষ্ঠানে পাঠাভ্যাস কর্মসূচি চালু করেছে। প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস কন্তু ওই দিন খাগড়াছড়ি জেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে বিধায় দিবসটি নিয়ে আলোচনা এবং পাঠাভ্যাস কর্মসূচি সর্ম্পকে তোমাদেরকে অবহিত করতে আজকের এ আয়োজন।

পরে অনুষ্ঠানের প্রধান আলোচক বলেন, একবিংশ এ শতাব্দিতে প্রতিটি শিশুর সৃজনশীল মেধাবিকাশের বিকল্প নেই। তাই পাঠ্যবইয়েরপাশাপাশি অবসর সময়ে অন্য ভালো বই পড়লে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে। প্রতিটি শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে হবে, অন্যথায় জ্ঞানী কিংবা দেশের সেবক হওয়া যাবে না। স্বপ্নই মানুষকে সফলতায় পৌছে দিতে সাহায্য করে।
পরে তিনি স্কুল লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রে পাঠাভ্যাস কর্মসূচির বিস্তারিত খোঁজ খবর নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন